বাংলারজমিন

গাজীপুর জেলা স্বাস্থ্য সুপারের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

গাজীপুর জেলা স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে চন্দনা নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে। তিনি ৪ বছর যাবৎ কাশিমপুর বাজার সংলগ্ন  এলাকার জেলা স্বাস্থ্য সুপার সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিকের বাসায় গৃহকর্মীর কাজ করতো চন্দনা। দুপুরে ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে নিচে যান। কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। এ বিষয়ে জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status