বাংলারজমিন

খুলনায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৮:৩৯ অপরাহ্ন

খুলনায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। গতকাল দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভায় এ কথা জানান তিনি। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে জুম প্রযুক্তিতে এ সভা অনুষ্ঠিত হয়।  
সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসিইউ ও রেড-ইয়োলো জোন মিলিয়ে ৮০ জন রোগী ভর্তি আছেন। এখানে সম্প্রসারিত করোনা ওয়ার্ডের জন্য ১৫ জন ডাক্তারসহ প্রয়োজনীয় জনবল প্রদায়ন করা হয়েছে। আরটি-পিসিআর যন্ত্রে পরীক্ষার পাশাপাশি করোনা শনাক্তে খুলনায় কয়েকদিনের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষা চালু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status