এক্সক্লুসিভ

‘মুজিব ভাই’-এর ক্রিয়েটিভ আইডিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৮:৩১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা’র উপর নির্মিতব্য অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘মুজিব ভাই’-এর ক্রিয়েটিভ আইডিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল ১৩ই এপ্রিল। রাজধানীর বেসিস অডিটোরিয়ামে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আইসিটি ডিভিশনের মোবাইল গেইম ও এপ্লিকেশন-এর দক্ষতা উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড এবং হাইপারট্যাগ সল্যুশনস লিমিটেড। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন, দেশের তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে আগ্রহী করে তোলা এবং বঙ্গবন্ধুর আদর্শ তাদের মধ্যে ছড়িয়ে দেয়া। তরুণ মুজিব কীভাবে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং চড়াই উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠলেন এবং পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের নেতৃত্ব দেয়ার বিষয়টি সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অ্যানিমেটেড ফিল্মে। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক অজয় দাসগুপ্ত রচিত “মুজিব ভাই” অবলম্বনে নির্মিতব্য অ্যানিমেটেড ফিচার ফিল্মটির চিত্রনাট্য রচনা করেন আদনান আদিব খান। আলোচকরা নির্মিতব্য অ্যানিমেটেড ফিচার ফিল্মটির স্ক্রিপ্ট এবং কনসেপ্ট আর্টের উপর বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। ওয়ার্কশপে অনলাইনে যুক্ত হয়ে অজয় দাসগুপ্ত বলেন, এই ফিল্মটির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ঐতিহাসিক এবং আইকনিক চরিত্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় এবং বৈচিত্র্যময় জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠবে। দেশবরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য বলেন, ইতিহাস আশ্রিত ফিকশনধর্মী এ ফিল্মটি তরুণ প্রজন্মের কাছে তথ্যপূর্ণ, শিক্ষণীয় এবং বিনোদনধর্মী উপাদান হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করবে। নির্মিতব্য এই চলচ্চিত্রের উদ্দেশ্য হচ্ছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর গবেষণা করবে তাদের জন্য একটি তথ্যপূর্ণ রিসোর্স তৈরি করা। এ ওয়ার্কশপে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোবাইল গেইম ও এপ্লিকেশন-এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরামর্শক গোলাম মশিউর রহমান চৌধুরী, টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিনাত ফারজানা এবং সিইও আরিফ মোহাম্মদ, হাইপারট্যাগ সল্যুশনস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম, ক্রিয়েটিভ রাইটার আদনান আদিব খান, প্রকল্প সমন্বয়ক মো. তানভীর আহমেদ এবং অন্য কলাকুশলীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status