এক্সক্লুসিভ

ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক পুলিশ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৮:২৯ অপরাহ্ন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক রয়েছে পুলিশ। অতিরিক্ত ৪শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে। গতকাল দুপুরের পর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ দল বেঁধে অবস্থান নেয়। বিশেষ করে জেলা শহরের প্রবেশমুখগুলোতে কড়াকড়ি অবস্থান লক্ষ্য করা গেছে তাদের। এ ছাড়া শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃত কারো নাম জানায়নি পুলিশ। তবে এরা হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে জানানো হয়। গত শনিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তাণ্ডবের ৫৫ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। পুলিশ জানায়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গতকাল দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। গত ২৬ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা-ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি মামলা হয়েছে।
এসব মামলার এজাহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status