বাংলারজমিন

জনবান্ধব গাড়ি

জয়নাল আবেদীন জয়, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৮:০৪ অপরাহ্ন

 ‘স্বল্পমূল্যে তাড়াতাড়ি, খাবার যাবে আপনার বাড়ি’ এই স্লোগান নিয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের নির্দেশে রমজান মাসজুড়ে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে রয়েছে এক মানবতার গাড়ি। নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের উদ্যোগে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার রমজান মাসজুড়ে ইফতার ও খাবারের সামগ্রী নিয়ে চলছে ‘জনবান্ধব গাড়ি’। রোববার বিকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে কার্যক্রমটির উদ্বোধন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। এই কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান। প্রথম পর্যায়ে কায়েতপাড়া ইউনিয়নে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে পুরো উপজেলায় মানবতার গাড়ি চলবে বলে জানান রংধনু গ্রুপের চেয়ারম্যান। প্রত্যেক দিন অন্তত ৫০০ দরিদ্র পরিবারের মাঝে পৌঁছে দেয়া হবে ইফতার ও খাদ্যসামগ্রী। ধারাবাহিকভাবে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চলবে গাড়িটি। এতে দেয়া হবে চাল, ডাল, তেল, চিনি, পিয়াজ, আলুসহ নিত্যপণ্য ও ইফতার সামগ্রী। যা বাজার মূল্যের চেয়ে অনেক কমদামে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় রংধনু গ্রুপের এমন কার্যক্রম বলে জানান চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপে লকডাউনের কবলে পড়ে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। এ কারণে চলতি সপ্তাহে ২০ হাজার পরিবারকে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়েছে রংধনু ও বসুন্ধরা গ্রুপ। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার মূল্যের প্রায় অর্ধের দামে চালু করা হলো জনবান্ধব গাড়ি। শুধু করোনাভাইরাস নয়, প্রতিটি দুর্ভোগ-দুর্যোগে রূপগঞ্জবাসীর পাশে ছিল রংধনু গ্রুপ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status