অনলাইন

ট্রাকের কেবিনে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে ধরা

স্টাফ রিপোর্টার

২০২১-০৪-১৮

ট্রাকের কেবিনে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চার মাদক ব্যবসায়ী। মহানগর গোয়েন্দা সংস্থার লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম শনিবার দিবাগত রাতে খিলগাঁও থানার বনশ্রী এলাকা তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সুজন (৩০), মো: মোশারফ হোসেন (৪০), মো: আশরাফ আলী (২৬) ও মো: জহিরুল ইসলাম (৩১)। গ্রেপ্তারের সময় তাদের  কাছ  থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
ডিবির লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূধন দাস বলেন, মাদক পরিবহনের জন্য গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে জব্দকৃত ট্রাকের কেবিনের ভেতরে সিলিং এর সঙ্গে বিশেষ কায়দায় বক্স তৈরি করে। তারা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে কৌশলে তৈরিকৃত বক্সের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। তাদের এই অবৈধ ইয়াবা ট্যাবলেট বহন কাজে মোটা অংকের টাকার বিনিময়ে কৌশলী ড্রাইভার হিসাবে আসামি জহিরুল ইসলাম এবং হেলপার হিসাবে আসামি আশরাফ আলী দীর্ঘদিন যাবৎ সহায়তা করে আসছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status