দেশ বিদেশ

মালদ্বীপ দূতাবাসের ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

 মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে

১৮ এপ্রিল ২০২১, রবিবার, ৭:২৪ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপে গতকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপনকরা হয়। দিবসটি উপলক্ষে হাই কামিশন ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয় । হাই কমিশনের প্রথম সচিব ও দুতালায় প্রধান জনাব মো: সোহেল পারভেজ দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপাট ব্যাখ্যা করে তার বক্তব্য প্রদান শেষে, মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকমিশনার রিয়াল এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান তার মূল্যবান বক্তব্য প্রদান সময়, প্রথমে তিনি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করেন। তিনি জেলখানায় নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করেন । জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেন। করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং স্বাগতিক দেশের জনসমাগমের উপর কঠোর বিধি নিষেধের কারণে সীমিত পরিসরে হাই কমিশনের অভ্যন্তরে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status