খেলা

মৌসুম শেষে বায়ার্ন ছাড়বেন ফ্লিক

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০২১, রবিবার, ২:০৫ অপরাহ্ন

হ্যান্সি ফ্লিকের অধীনে দারুণ সময় কাটাচ্ছে বায়ার্ন মিউনিখ। জার্মান কোচের অধীনে গত ১০ মাসে ৬টি শিরোপার স্বাদ পেয়েছে লেভানডফস্কিরা। এক মৌসুমে ছয় শিরোপা জয়েরও রেকর্ড গড়েছে। তবে সাফল্যের তুঙ্গে থাকা ফ্লিক জানালেন মৌসুম শেষেই বাভারিয়ানদের কোচিং করানোর দায়িত্ব ছাড়বেন।

শনিবার বুন্দেসলিগার ম্যাচে উলভসবুর্গের মাঠে ৩-২ গোলের জয় পায় বায়ার্ন। ২৯ ম্যাচে ২১ জয় ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে থাকা দলটি টানা নবম শিরোপা জয়ের কক্ষপথেই রয়েছে।

ফ্লিক বলেন, ‘মৌসুম শেষে আমি চুক্তির ইতি টানতে চাই। এই সপ্তাহেই ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়েছি। আজ দলকে জানালাম।’

বায়ার্নের সঙ্গে ফ্লিকের চুক্তির মেয়াদ আছে ২০২৩ সালের জুন পর্যন্ত। চলতি সপ্তাহের শুরু দিকে ক্লাব সভাপতি হের্বার্ট হেইনার নিশ্চিত করে বলেছিলেন, চুক্তির শেষ অবধি থাকছেন ফ্লিক। তবে কয়েক মাস ধরে বায়ার্নেরর স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামদিজিচের সঙ্গে টানাপোড়েন চলছিল ফ্লিকের। গণমাধ্যমের খবর, খেলোয়াড় কেনা-বেচা নিয়ে হাসানের সঙ্গে ফ্লিকের মতবিরোধ চলছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ জার্মান জাতীয় দলের সাবেক সহকারী কোচ। তিনি বলেন, ‘ক্লাবের দায়িত্বশীল লোকদের সঙ্গে অভ্যন্তরীণভাবে কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আর সেগুলো ভেতরেই রাখা উচিত মনে করছি।’

বায়ার্নের দায়িত্ব ছাড়লে কোথায় যোগ দেবেন ফ্লিক?  আগামী জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানি জাতীয় দলের দায়িত্বে আছেন জোয়াকিম লো। তার উত্তরসূরি হিসেবে ধারণা করা হচ্ছে ফ্লিককে। এ বিষয়ে ফ্লিক বলেন, ‘ভবিষ্যতে কি হবে জানি না। এ বিষয়য়ে কোনো আলোচনা হয়নি। অবশ্যই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করা একটা বড় সুযোগ।’

২০১৯ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বায়ার্নে যোগ দেন হ্যান্সি ফ্লিক। পরের মাসেই তার সঙ্গে স্থায়ী চুক্তি করে ক্লাবটি।

ফ্লিকের হাত ধরে ২০১৯-২০ মৌসুমে আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে ছয় শিরোপার সবগুলোই ঘরে তোলে বাভারিয়ানরা। এর আগে এই কীর্তি শুধুমাত্র বার্সেলোনার ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status