খেলা

তামিমদের ব্যাটিংয়ে খুশি প্রধান নির্বাচক

স্পোর্টস রিপোর্টার

১৮ এপ্রিল ২০২১, রবিবার, ৮:৪৭ অপরাহ্ন

টেস্টে বাংলাদেশ দলের পিঠ দেয়ালে ঠেকেছে। গেল দুই বছরে ৬ ম্যাচে মাত্র একটিতে জয়, তাও জিম্বাবুয়ের বিপক্ষে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাটিতেই দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সব মিলিয়ে এখন ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে নিজেদের মান বাঁচানোই যেন চ্যালেঞ্জ। করোনা বিরতি ভেঙে দেশের মাটিতে খেলা হলেও প্রায় ১ বছর ৫ মাস পর বিদেশ সফরে টেস্ট খেলতে গেছে মুমিনুল হক সৌরভের দল। শ্রীলঙ্কায় ৩ দিনের ঘরবন্দি কোয়ারেন্টিন শেষে দুই দিন করেছে অনুশীলন। আর গতকাল শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। গতকাল তামিম ইকবালের নেতৃত্বে লাল দল মুখোমুখি হয়েছিল মুমিনুলের সবুজ দলের। এদিন বল হাতে ম্লান ছিল টেস্ট অধিনায়কের সবুজ দল। অন্যদিকে লাল দলের পক্ষে তামিম ইকবাল, সাইফ হাসান ও নাজমুল  হোসেন শান্ত ফিফটি তুলে নেন। ২১শে এপ্রিল প্রথম ম্যাচ তার আগে এইখানে প্রস্তুতি নিয়ে বেশ খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় আসার পর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের যে আয়োজন ছিল তার ফ্যাসিলিটিজগুলো পুরোপুরি ব্যবহার করতে পেরেছি। আমাদের খেলোয়াড়েরা দুইদিন অনুশীলনের পরই এই প্র্যাকটিস ম্যাচটা পেয়েছে। এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে।’
গতকাল প্রস্তুতি ম্যাচে প্রথম দিনের দুই সেশনে বল হাতে সাফল্যের দেখা পাননি সবুজ দলের বোলার ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাঈম হাসানরা। দ্বিতীয় সেশন শেষে লাল দলের সংগ্রহ ২০৪ রান, কোনো উইকেট না হারিয়ে। ম্যাচে ওপেন করতে নেমে ব্যক্তিগত ৬৩ রান করে অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে অবসরে গেছেন তামিম। এছাড়াও সাইফ ৫২ রানে অবসরে গেছেন। শান্ত অপরাজিত আছেন ৫৩ রান করে। এছাড়াও ২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন মুশফিক। দলের এমন ব্যাটিং দেখে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল। তিনি বলেন, ‘বিশেষ করে ওয়েদার, কন্ডিশন সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। উইকেট এবং যে হিউমিড এখানে তার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত  হতে খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুইদিনের ম্যাচের প্রথমদিন আমরা শেষ করতে যাচ্ছি আজ, আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে। এবং যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে, বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংথ ও ভালো জায়গায় বল করার। সবমিলিয়ে আমি বলবো এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল আরও একদিনের খেলা আছে। আমি মনে করি এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’
অন্যদিকে গতকাল বোলারদের বাজে পারফরম্যান্সের ব্যাখ্যাও তুলে ধরেছেন প্রধান নির্বাচক। তার আশা দ্রুতই ছন্দ খুঁজে পাবে বোলিং বিভাগ। তিনি বলেন, ‘এখানে প্র্যাকটিস ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। যে উইকেট ও কন্ডিশন তার ওপর বাউন্স যথেষ্ট ভালো। যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মত। হয়তো টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামীদিন আরও একটা দিন বাকি আছে ম্যাচ প্র্যাকটিসে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্ততির জন্য যথেষ্ট কাজে লাগবে।’
প্রশ্ন হচ্ছে প্রস্তুতি ম্যাচে তবে কি উইকেট ছিল ব্যাটসম্যানের স্বর্গরাজ্য? প্রধান নির্বাচক মিনহাজুল কলেন, ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছেন। তিনি বলেন, ‘উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘন্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফ এরা ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে, শান্ত, মুশফিক ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে। বোলাররাও হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি। এতে টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status