বাংলারজমিন
হাটহাজারীতে ছেলের দায়ের কোপে বাবা জখম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২০২১-০৪-১৮
চট্টগ্রামের হাটহাজারীতে ইফতারের সময় বৃদ্ধ বাবা মো. কামালকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে ছেলে মো. শফিউল। উপজেলার নতুন পাড়া এলাকায় শুক্রবার ইফতারের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধার নাতি জয়নাল আবেদিন বলেন, আমার চাচা শফিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল দাদার। গত বছর ঈদের সময় একবার দাদাকে মারধর করেছে চাচা। পরে সামাজিকভাবে চাচার বিচার হয়েছিল। গত শুক্রবার ইফতারির সময় দাদা ও চাচার কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা শফিউল দাদাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আহত বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।