দেশ বিদেশ

লকডাউনের ফাঁদে ফেলে ব্যবসায়ীকে

অপহরণস্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৮ এপ্রিল ২০২১, রবিবার, ৮:১২ অপরাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন’। এই লকডাউনের মধ্যে দোকান খুলেছিলেন মুদি দোকানি মো. আবদুল্লাহ (৩২)। লকডাউনে দোকান খোলায় প্রতারক চক্র পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রামে এ ঘটনা ঘটে। এদিকে অপহরণের সঙ্গে জড়িত ভুয়া ডিবি পুলিশের এক সদস্যকে মাইক্রোবাসসহ আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। ওই দিন রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. মাসুদ হোসেন। সে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আবদুল্লাহ (৩০) নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোদাগাড়ী থানার গোগ্রাম পুজাতলা মোড়ে তার নিজ মুদি ও বিকাশ এজেন্টের দোকানে বসে ক্যাশের হিসাব-নিকাশ করছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে ৪ জন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে লকডাউনের সময় দোকান খোলার অপরাধে তার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়। তার দোকানে থাকা দুই লাখ টাকা নিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে রাজশাহীর দিকে রওনা দেয়। পথিমধ্যে তাকে ব্যাপক মারধর এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, এই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status