বাংলারজমিন

চলছে কাস্তে তৈরির ধুম

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২১, রবিবার, ৮:০৫ অপরাহ্ন

 কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া গ্রামে বোরো ধান কাটার যন্ত্র কাস্তে তৈরির ধুম পড়েছে কামারপাড়ায়। কাস্তে শিল্পে নানা সমস্যা থাকলেও এখানকার কর্মকাররা পেশাকে আঁকড়ে ধরে জীবন-জীবিকা নির্বাহ করছে। বর্তমানে ধান মাড়াইয়ের নানা আধুনিক কৃষি যন্ত্রপাতি বের হওয়ায় দিন দিন এ পেশা অনেকেই ছেড়ে দিয়েছেন। এলাকার প্রায় ৩শ’ কর্মকার এ শিল্পের সঙ্গে জড়িত। কর্মকারদের নিপুণ হাতে তৈরি কাস্তে খুবই ধারালো ও নিখুঁত। এখানকার তৈরি কাস্তে কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও ব্রহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। কর্মকাররা জানান, তাদের তৈরি ১০০টি কাস্তে ৩ থেকে ৪ হাজার টাকা বিক্রি করে থাকেন। করোনার কারণে তৈরিকৃত মাল বিক্রি হচ্ছে না। ফলে বেকার হয়েছে দুই হাজার শ্রমিক। ধুনকুড়া গ্রামের কর্মকার বিনয় চন্দ্র দাস জানান, বর্তমানে লোহার মূল্য বৃদ্ধি পাওয়ায় এ পেশা লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কামার শিল্পের শ্রমিকদের ওস্তাদ-সাগরেদ প্রশিক্ষণ দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status