খেলা

এতদিনে ‘বুড়ো’ হওয়ার অনুভূতি হচ্ছে ধোনির

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১১:৪৭ পূর্বাহ্ন

মাস দুয়েক পরই চল্লিশের কোটায় পা রাখবেন মহেন্দ্র সিং ধোনি। গত বছর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই কিংবদন্তি শুক্রবার চেন্নাইয়ের হয়ে খেলেছেন ২০০তম ম্যাচ। পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মাইলফলকের ম্যাচে জয়ের পর ধোনি জানিয়েছেন নিজের অনুভূতির কথা। চেন্নাইয়ের হয়ে ২০০তম ম্যাচ খেলার পর কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে ভারতের সফল অধিনায়ক বলেন, ‘বয়স হয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। লম্বা একটা সময় কাটিয়েছি। ২০০৮ সালে যেটার শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা, দুবাই হয়ে আবারো ভারতে। তবে কখনো ভাবিনি মুম্বই আমাদের ঘরের মাঠ হবে।’

করোনা মহামারির কারণে নির্দিষ্ট ভেন্যুতে হচ্ছে এবারের আইপিএল। নেই হোম অ্যান্ড অ্যাওয়ের পরিচিত সেই নিয়ম। চেন্নাই ভেন্যু হিসেবে থাকলেও সেখানে ম্যাচ নেই ধোনিদের। তাদের ‘হোম’ ভেন্যু মুম্বই। আইপিএলের প্রথম আসর থেকে এ নিয়ে চেন্নাইয়ের হয়ে ১২তম আসরে খেলছেন ধোনি। মাঝে দুই আসর নিষিদ্ধ ছিল দলটি। তখন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে দুই মৌসুমে খেলেছেন ৩০ ম্যাচ। এছাড়া চেন্নাইয়ের হয়ে আইপিএলে ১৭৬ এবং বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লীগে ২৪টি ম্যাচ খেলে ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন ধোনি। দলটিকে তিনবার চ্যাম্পিয়নও করিয়েছেন তিনি। আইপিএলে ১১ আসরে মাত্র একবার সেরা চারে উঠতে পারেনি চেন্নাই। বাকি দশবারই তারা ছিল শীর্ষ চারের মধ্যে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status