বাংলারজমিন

সীতাকুণ্ডে জায়গা দখলের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মধ্যম বাঁশবাড়িয়া নুনাবিল গ্রামের হাফেজের পৈতৃক সম্পত্তি দখল করে মাটি ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এসময় ঘর নির্মাণে বাধা দেয়ায় হাফেজ আলমগীর হোসেনকে হত্যার হুমকি দিয়েছে  মুসলিম উদ্দিন ও তার ছেলেরা।  এঘটনায় হাফেজ আলমগীর হোসেন বাদী হয়ে বুধবার সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেছেন। জিডি সূত্রে জানা যায়, হাফেজর পৈতৃক সম্পত্তি দখল করে মাটি ভরাট করে ঘর নির্মাণের চেষ্টাকালে বাধা দেয়ায় বড় ভাই হাফেজকে হত্যার হুমকি দিয়ে আসছে ছোট ভাই মুসলিম উদ্দিন ও তার ছেলেরা। হাফেজ আলমগীর হোসেন বলেন, তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মহিলা মেম্বার লাকি আক্তার ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভরাট ও গৃহ নির্মাণের কাজ করে যাচ্ছেন এবং তার ছেলেরা সহ আমাকে হত্যার হুমকি দিচ্ছে। স'ানীয় সূত্র জানা যায়, মোঃ মোজাম্মেল হকের পুত্র হাফেজ আলমগীর হোসেন ও মুসলিম উদ্দিনের অনেক আগে থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে আসছিল। পুত্রদ্বয়ের মাঝে এখনো ভাগবাটোয়ারা ও সম্পত্তি বণ্টন না করায় বাড়ির উঠানের জায়গা নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছে। একইসাথে সে ওই খালি জায়গায় একটি নতুন ঘর নির্মাণের প্রস'ুতি নিচ্ছে মুসলিম উদ্দীন। দখল ভরাট বিষয়ে জানতে চাইলে মুসলিম উদ্দীন ও তার স্ত্রী মেম্বার লাকি আক্তার বলেন, হাফেজ আলমগীর একজন ভণ্ড, প্রতারক। তারা তাদের ওয়ারিশ সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণের জন্য জায়গা ভরাট করছেন। সীতাকুণ্ড মডেল থানার জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই রবিচরণ বলেন, আমি ঘটনাস'ল পরিদর্শন করেছি এবং ঘরে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status