বাংলারজমিন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবীনগরে এতিমখানায় দোয়া

অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১১:০০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মী-সমর্থক ও সর্বস্তরের জনগণের রোগমুক্তি কামনা করে নবীনগর উপজেলায় একযোগে ১০টি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পুর উদ্যোগে নবীনগরের ইব্রাহিমপুর শাহ্ সুফি আজমত উল্লাহ র. মাদ্রাসা ও এতিমখানা, শ্যামগ্রাম দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমগঞ্জ খানকাহ্ শরীফ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নবীনগর পূর্বপাড়া কাশেমুল উলুম মাদ্রাসা, আলিয়াবাদ হাফেজিয়া মাদ্রাসা, মিছবাহুল উলুম জাব্বারিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও আবুল বাশার এতিমখানা, জালশুকা দক্ষিণ পাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বিদ্যাকুট জামিয়া ইসলামিয়া নাজেরিয়া মাদ্রাসা ও এতিমখানা, কাইতলা জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দোয়া মাহফিল ইফতার ও এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় স্ব স্ব মাদ্রাসা ও এতিমখানায় সাবেক এই কেন্দ্রীয় ছাত্রদল নেতার পক্ষে দোয়া ও ইফতার শেষে মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী নয়ন, নবীনগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক কাজী সুমন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ বাবু, শ্রমিক দল সভাপতি সাইদুর রহমান মামুন, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল ডাক্তার, যুবদল সভাপতি আমান উল্লাহ্ বাচ্চু, কেন্দ্রীয় নবীন দলের সহ সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, বিএনপি নেতা সবুজ সরকার, যুবদল নেতা শামীম খান, লুৎফুর রহমান স্বপন, ইমাম হোসেন অনিক, নবীনগর পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, মো. জসিম উদ্দিন, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আরিফুর রহমান, যুবদল নেতা বাহাদুর, ছাত্রদল নেতা মোজাম্মেল হক রাজু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status