বাংলারজমিন

শেরপুরে মারপিটে আহত কলেজ শিক্ষকের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২১, শনিবার, ৯:০১ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে মারপিটে আহত শালফা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককের মৃত্যু হয়েছে। গতকাল রাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর মাদকসেবী বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অভিযোগ উঠেছে। জানা গেছে, শেরপুরের শালফা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেটিভ বিভাগের আইটি শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৩)কে গত ৫ই এপ্রিল বিকালে মিলন ও রানা নামের দুজন ইউপি সদস্যের সমর্থন নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময় শিক্ষক মোস্তাফিজুর রহমান চোখ-মুখ, বুক-পেট ও কোমরে আঘাত পান। পরে তাকে রানা মেম্ব্বার কৌশলে বগুড়ায় তিনমাথা একটি বেসরকারি মাদকাশক্ত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দিনে দুই বার ব্যথানাশক ইনজেকশন পুশ করতে থাকেন। এরপর গত ১৫ই এপ্রিল রাত ২টার পর শিক্ষক মোস্তাফিজুরের অসুস্থতা বেড়ে গেলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। গতকাল বাদ জুমা মাগুরার তাইর গ্রামে জানাজা নামাজ শেষে ওই শিক্ষককে দাফনের সময় ঘোষণা করা হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে মৃতদেহের ময়নাতদন্ত করার জন্য। তারপর সেখানে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামসহ গোয়েন্দা বিভাগের এসআই আতাউর রহমান সঙ্গীয় একদল পুলিশ সেখানে হাজির হয়ে মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য আদেশ দেন। কিছুক্ষণ পর আবার সেই আদেশ অজ্ঞাত কারণে প্রত্যাহার করা হলে মৃতদেহ দাফন করা হয়। শালফা কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী জানান, শিক্ষক মোস্তাফিজুর রহমান কখনোই মাদকসেবী ছিলেন না। এটা স্রেফ একটা হত্যাকাণ্ড।  শেরপুর থানার ওসি জানান, পরিবারের লোকদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি। তবে আদালতের মাধ্যমে কেউ আবেদন করলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status