বাংলারজমিন

লকডাউনে দিনে বন্ধ রাতে চলছে ফেরি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২১, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

 লকডাউন এর কারণে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণবঙ্গের  ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। তবে  সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল চালু থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র উচ্চপদস্থ কর্মকর্তা জিল্লুর রহমান। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়মে ফেরি চলাচল কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই পাড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সরজমিন গিয়ে জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ও কাঁচামালবাহী প্রায় ১০০০ ট্রাক ও পাটুরিয়া ঘাটে আটকে রয়েছে প্রায় পণ্যবাহী ১৫০০ ট্রাক। লকডাউন এর কারণে দুই পাড়ে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। তবে দুই পাড়ে যাত্রী পারাপারের অপেক্ষায় যাত্রী সমাগম খুবই কম রয়েছে। ১৪ই এপ্রিল হতে ২১শে এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক যেকোনো সময় ফেরি চলাচল বন্ধ ও চালু হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status