বাংলারজমিন

শেরপুরে নির্মাণকাজে বাধা থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২১, শনিবার, ৮:২৩ অপরাহ্ন

শেরপুরে নিজ বসতবাড়ির জমিতে ঘরবাড়ি নির্মাণকাজে বাধা দেয়ার অভিযোগে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেরপুর উপজেলার ২নং গাড়িদহ ইউনিয়নের দশমাইল কলতাপাড়া গ্রামে নিজের ঘরবাড়ি নির্মাণকাজ করার সময় প্রতিপক্ষের মিথ্যা অভিযোগে মারপিটের ঘটনা ঘটেছে। গত ১২ই এপ্রিল সকালে ওই হামলা ও মারপিটের ঘটনা ঘটে। হামলায় কলতাপাড়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (৩০) গুরুতর আহত হন। এরপর তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ওই হামলার ঘটনায় সুলতান মাহমুদ বাদী হয়ে একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মোর্শেদ আলী (৫০), আব্দুর রাজ্জাক (৩৫), মোর্শেদ আলীর মেয়ে মোর্শেদা খাতুন (২৫)কে আসামি করে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন। শেরপুর থানার (তদন্ত) কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মারপিটের ঘটনা নিয়ে কোনো অভিযোগ আমার কাছে নেই। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status