ভারত

ভারতে করোনার মৃত্যুমিছিল চলছে, ধামাচাপা দেয়ার নিরন্তর প্রয়াস

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন

ভারতে কোভিডে মৃত্যুর মিছিল চলেছে। সীমাহীন সংক্রমণ। বিস্ময় সৃষ্টি হচ্ছে প্রশাসনের ধামাচাপা দেয়ার চেষ্টায়। আর এ ব্যাপারে সবাইকে টেক্কা দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোমস্টেট গুজরাট। সুরাটে এমন অবস্থা যে স্মশানে একটি চিতায় গাদাগাদি করে ৫ টি শব দাহ করতে হচ্ছে। ভাদোদরায় দুটি সরকারি হাসপাতালে এক সপ্তাহে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে তিনশোর বেশি মৃত্যু দেখানো হয়েছে। ভারুচে ২৬০ জনের মৃত্যু হলেও সরকারি হিসেবে ৩৬ জনের মৃত্যু দেখানো হয়েছে। আহমেদাবাদে ১০ টি  স্মশানে প্রতিদিন গড়ে ১০০ টি দেহের অন্তেষ্টি হচ্ছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে সন্ধ্যার পর  চিতার আগুনে আকাশ আলোকিত হয়ে থাকছে। দিল্লির নিগমবোধ ঘাটের চুল্লি নিভছে না। সব কিছু মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। ভারতের অন্য প্রান্ত থেকেও মৃত্যুর খবর মিলছে। কোভিড পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।  বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে কোভিড কমতে পারে। সে দিকেই তাকিয়ে আমজনতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status