বিশ্বজমিন

দেশজুড়ে তাণ্ডবের পর ইসলামপন্থী দল টিএলপিকে নিষিদ্ধের ঘোষণা পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবজমিন ডেস্ক

১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৪:১৮ অপরাহ্ন

উগ্র ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইককে (টিএলপি) নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান। ফ্রান্সবিরোধী বিক্ষোভে দলটির কর্মীরা পাকিস্তানজুড়ে তাণ্ডব চালালে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ নিজেই এই সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। তিনি বলেন, টিএলপিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অনুমোদনের জন্য এ সিদ্ধান্তের খসড়া পার্লামেন্টে যাচ্ছে।
এর আগে টিএলপির প্রধান আল্লামা সাদ হুসাইন রিজভি পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবি জানান। এর প্রেক্ষিতে সোমবার তাকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ। এরপরই দলটির নেতাকর্মীরা দেশজুড়ে তাণ্ডব শুরু করে। এতে প্রাণ হারান অন্তত ২ পুলিশ। এবার উগ্রবাদী দলটিকে থামাতে ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিএলপির দাবি ঝুঁকিপূর্ণ। বাইরের বিশ্বে পাকিস্তানকে ‘উগ্রবাদী জাতি’ হিসেবে তুলে ধরছে।
যুক্তরাষ্ট্রে ৯/১১ এর জঙ্গি হামলার পর পাকিস্তান বেশ কিছু সংগঠনকে নিষিদ্ধ করে। সে সময় দেশটি সামরিক শাসনের অধীনে ছিল। তখন দেশটি ইসলামপন্থী দলগুলোর উগ্রতা থামাতে নানা অভিযান ও পদক্ষেপ নেয়। অনেক দল নির্বাচনে অংশ নেওয়া, অর্থ সংগ্রহ ও দলীয় কার্যালয় রাখার অধিকার হারায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status