অনলাইন

সুন্দরববনে বাঘের আক্রমণে নিহত ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২১, বুধবার, ৭:৩৪ অপরাহ্ন

সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহিন বনে  মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণে হাবিবুর রহমান (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। আজ বুধবার ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হোগলদড়া খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। হাবিবুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে। হাবিবুর রহমানের ভাই আনিস মোল্লা জানান, তারা সাত জন একসঙ্গে গত ১ এপ্রিল মধু আহরণ করতে সুন্দরবনে যান। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মধু আহরণের জন্য হোগলদড়া খালে নৌকা বাধেন। এসময় তার ছোট ভাই হাবিবুর রহমান একা একা আগেই বনের ভেতরে ঢুকে পড়েন। এর কিছুক্ষণ পরে তিনি বনে ঢুকেই দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে বাঘ। এসময় তাদের চিৎকারে আক্রমণকারী বাঘটি চলে যায়। পরে নিহত হাবিবুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তারা।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকায় বাঘের আক্রমণে আহত হন রবিউল শেখ (২২) নামে এক মৌয়াল।  বুধবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে আহত রবিউল শেখকে নিয়ে লোকালয়ে ফিরেছেন তার সহকর্মীরা।
আহত রবিউল শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার হালিম শেখের ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status