বাংলারজমিন

গোয়াইনঘাটে কৃষকদের মধ্যে ধান বীজ ও সার বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২১, বুধবার, ৩:৩৭ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ১১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সম্মুখে ওই ধানের বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন স্থানের কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। ধানেরবীজ ও সার বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবিদ আবদুল্লাহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status