বিনোদন

মানুষের আবেগ দেখে মনে হচ্ছে সফল হয়েছি, বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

স্টাফ রিপোর্টার

১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৩:০০ অপরাহ্ন

ধারাবাহিক নাটক নিয়ে চরম অনীহার মধ্যেই দারুণ সাড়া ফেলে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’। মঙ্গলবার এর শেষ পর্ব প্রচার হয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এরপর থেকেই দর্শকরা আবেগতাড়িত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষন্ন হয়ে নানা প্রতিক্রিয়া জানান। সেই আবেগ ছুঁয়েছে নাটকটির নিমার্তা, অভিনয়শিল্পী, কলাকুশলীদের। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাজল আরেফিন অমি মানবজমিনকে বলেন, সত্যি আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ। তারা শুরু থেকেই গত কয়েক বছর ধরে সমপরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছিলেন। সিজন ১ থেকে অদ্ভূত রকম ভালোবাসা পেয়েছি। আমার লক্ষ্য ছিল দর্শক একঘেয়ে মনে করার আগেই নাটকটা যাতে সুন্দরভাবে ইতি টানতে পারি। যেটা করতে চেয়েছিলাম সেটা করতে সক্ষম হয়েছি। এখন একটু ইমোশনাল হয়ে আছি। অনেকের সাথেই কথা হচ্ছে। আসলে অনেক কিছু বলতে চাইলেও এখন বলতে পারছি না। কথা বলার মতো অবস্থা নেই। এতটুকুই বলবো নাটকটি শেষ করার পর মানুষের যেই আবেগটা দেখতে পাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে হয়তো সফল হয়েছি। মন খারাপের মধ্যেও এই নির্মাতা একটি খুশির খবর দিয়েছেন। ভবিষ্যতে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চরিত্রগুলো কে কোথায় আছে, কে কি করবে, কীভাবে থাকবে জীবিত থাকলে কোনো না কোনো দিন সেটি অবশ্যই দেখাবেন। গত তিন বছরে ‘ব্যাচেলর পয়েন্ট’র তিনটি সিজনে আবেগ মিশে গেছে দর্শকদের। পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান ভাই ও সবশেষে জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটে থাকবে বলেও জানিয়েছেন তারা। মোশন রকের ব্যানারে মাসুদুল হাসানের প্রযোজনায় ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মারজুক রাসেল, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, সানজানা রিয়া, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা, তুর্যসহ অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status