অনলাইন

মতিঝিল ও ওয়ারীর সব থানায় ‘এলএমজি চৌকি’

অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৯:৪৩ পূর্বাহ্ন

এবার রাজধানীর মতিঝিল ও ওয়ারী বিভাগের সব থানায় নিরাপত্তা জোরদারের জন্য ‘এলএমজি চৌকি’ বসানো হয়েছে। গত রাতে এসব থানায় বালুর বস্তা দিয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা চৌকি। যাতে লাইট মেশিনগান (এলএমজি) ও চাইনিজ রাইফেল নিয়ে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ সদস্যরা। গত রাতে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মতিঝিল বিভাগের মতিঝিল থানা, সবুজবাগ থানা, খিলগাঁও থানা, পল্টন মডেল থানা, রামপুরা থানা, মুগদা থানা ও শাজাহানপুর থানায় বালুর বস্তা দিয়ে চৌকি তৈরি করে সেখানে এলএমজি ও চাইনিজ রাইফেল দিয়ে পুলিশ সদস্যের ডিউটিতে নিয়োজিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তায় গত কয়েকদিন আগেই থানাগুলোতে ভারি অস্ত্র বসানো হয়েছে। পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন পয়েন্টে।
এর আগে সিলেট সদর, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলার সব থানায় বসানো হয় একই ধরনের এলএমজি চৌকি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status