অনলাইন
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা
২০২১-০৪-১২
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য/ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। করোনাভাইরাসের বিস্তার রুখতে বাংলাদেশ সরকার ঘোষিত ১৪-২১ এপ্রিলের লকডাউনকে সামনে রেখে এ সতর্কতা জারি করা হয়েছে।
এতে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) ১৪ ই এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক যাত্রী পরিবহন ফ্লাইট বাংলাদেশে প্রবেশ করতে এবং বাংলাদেশ থেকে বের হতে সপ্তাহব্যাপী স্থগিতের ঘোষণা দিয়েছে বলেও উল্লেখ করা হয়।
লকডাউনের জন্য ১৪ এপ্রিল বুধবার থেকে দূতাবাস নিয়মিত মার্কিন নাগরিক পরিষেবার জন্য বন্ধ থাকবে জানিয়ে বলা হয়েছে, ইতিমধ্যে এই সপ্তাহের জন্য নির্ধারিত সমস্ত মার্কিন নাগরিক পরিষেবা পুনর্নির্ধারণ করা হবে। লকডাউন শেষ হলে এগুলো ফের চালু করা হবে।