দেশ বিদেশ

সরাইলে যুবদল সভাপতি মুন্না গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৯:৩৭ অপরাহ্ন

সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নাকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গতকাল সোমবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলা সদরের দেওয়ান হাবলি মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ছাত্রদল সরাইল ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মুন্না বর্তমানে উপজেলা যুবদলের সভাপতি। পুলিশ সূত্র জানায়, গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সরাইল শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক পুলিশ সদস্যও আহত হয়। আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও পুলিশের সরকারি কাজে দায়িত্ব পালনে বিঘেœর সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার ৭০ নম্বর আসামি যুবদল নেতা মুন্না। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) এস আই মো. কবির হোসেন বলেন, মহান স্বাধীনতা দিবসের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়ায় যুবদল নেতা মুন্নাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status