খেলা

নিজের ভুলেই উইকেট বঞ্চিত মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল ২০২১, সোমবার, ৮:৪৬ অপরাহ্ন

আইপিএলে মোস্তফিজুর রহমান একাদশে থাকবেন কি না তা নিয়ে সংশয় ছিলই। প্রথমবারের মতো রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া টাইগার পেসার মাঠে নেমেছেন দলের প্রথম ম্যাচেই। ইংলিশ গতি তারকা জফরা আর্চার ইনজুরি থেকে সেরে না ওঠায় ভাগ্য খুলে যায় মোস্তাফিজের। সোমবার টসে হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব কিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোস্তাফিজ। দ্বিতীয় বলে মায়াঙ্ক আগারওয়াল বলের লাইন মিস করেন। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন রিভিউ নেয়ার জন্য মোস্তাফিজের মতের অপেক্ষায় ছিলেন। ইশারায় মোস্তাফিজ জানালেন, বলটা স্ট্যাম্প মিস করবে। খানিক পরেই টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে নিশ্চিত উইকেট পেতেন। ব্যক্তিগত প্রথম ওভারে ১১ রান দেন মোস্তাফিজ। ইনিংসের পঞ্চম ও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দিয়েছেন ৮ রান।

আরো পড়ুন:মোস্তাফিজের দুর্ভাগা আইপিএল ‘অভিষেক’

গত ফেব্রুয়ারিতে হওয়া নিলামে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে মোস্তাফিজুরকে দলে ভেড়ায় রাজস্থান। ২০১৬ সালে আইপিএল অভিষেকে সাড়া জাগানো পারফমেন্স করেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদও জেতে শিরোপা। বাঁহাতি পেসার জিতে নেন সেরা উদীয়মান তারকার পুরস্কার। পরের বছর বিবর্ণ পারফরমেন্সে ২০১৮ সালে মোস্তাফিজকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ২ কোটি রুপিতে ২০১৮ আইপিএলে মোস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালে মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ আইপিএল নিলামে অবিক্রিত থাকেন টাইগার পেসার। পরে অবশ্য মোস্তাফিজকে দলে ভেড়াতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি চলায় আইপিএলের ত্রয়োদশ আসরে খেলা হয়নি মোস্তাফিজের। পরে স্থগিত হয়ে যায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আইপিএলে খেলার সুযোগ হারান মোস্তাফিজও।

আইপিএলে আগের তিন আসরে ২৪ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। ৭.৫১ ইকোনমিতে মোস্তাফিজের শিকার ২৪ উইকেট। ১৬ রানে ৩ উইকেট আইপিএলে তার সেরা বোলিং ফিগার।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status