ভারত

কোভিডের দ্বিতীয় অভিঘাতে কাঁপছে ভারত

১ দিনে আক্রান্ত ১ লক্ষ ৭০ হাজার, মৃত ৯০০

বিশেষ সংবাদদাতা

১২ এপ্রিল ২০২১, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

কোভিড এর দ্বিতীয় সার্জ এর আক্রমণে কাঁপছে আসমুদ্র হিমাচল ভারত। রবিবার আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭০ হাজার ১৯৫ জন। ১০ অক্টোবরের পর একদিনে এত সংখ্যায় আক্রমণের ঘটনা প্রথম। রবিবার মৃত্যু হয়েছে ৯০০ জনের। মৃতের সংখ্যাতেও রেকর্ড। মহারাষ্ট্র কোভিড আক্রান্তের শীর্ষে। সেখানে মোট আক্রান্ত ৬৩ হাজার ২৪৪। লাফিয়ে লাফিয়ে যে কোভিড বাড়ছে তার প্রমান আক্রান্তের সংখ্যা। শনিবার আক্রান্ত হয়েছিল ১ লক্ষ ৫২ হাজার লোক। রবিবার সংখ্যাটি বেড়ে যায় ১৮ হাজারেরও বেশি। মহারাষ্ট্র ছাড়াও আটটি রাজ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে। এই আটটি রাজ্য হল - পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হারিয়ানা, পাঞ্জাব ও ওড়িশা। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা আক্রান্তের নিরিখে শীর্ষে আছে। রবিবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ১,১০৯।  কলকাতার কোভিড হাসপাতালগুলি আবার খুলছে। হোটেল-রেস্তোরাঁতে খাবার বিক্রি কমছে। অনুমান করা হচ্ছে এই পরিস্থিতি চললে ভোটের পর ফের লকডাউন হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status