খেলা

‘আমি বলবো না খুব ভালো প্রস্তুতি হয়েছে’

স্পোর্টস রিপোর্টার

১২ এপ্রিল ২০২১, সোমবার, ৯:০৬ অপরাহ্ন

এ বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেটে বড় ধাক্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ। তাও দেশের মাটিতে। করোনা বিরতি ভেঙে দেশের মাটিতে হার দিয়ে শুরু করে মুমিনুল হক সৌরভের দল। এমন হারে বেশ নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতে থাকে নানা আলোচনা-সমালোচনা। কিন্তু বরাবরের মতোই সব ছিল মুখে মুখে। টেস্ট ঘিরে উন্নতির বাস্তবিক কোনো পরিবর্তন বা চোখে পড়ার মতো কর্মযজ্ঞ ছিল না। টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টেস্ট সিরিজ খেলতে। কিন্তু এই সফরেও দলের প্রস্ততি ছিল একেবারে সাদামাটা। ৯ই মার্চ প্রাথমিক দল ঘোষণা হয়েছে। আর মাত্র দুুই দিনের অনুশীলন সেরে আজই লঙ্কায় পৌঁছাবে দল। সেখানে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এমন প্রস্ততিতে মোটেও খুশি নন অধিনায়ক মুমিনুল। তিনি বলেন, ‘আমি বলবো না যে খুব ভালো প্রস্ততি হয়েছে। তবে যারা লাল বলে খেলেছে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে। মানে ৪ দিনের ম্যাচ। তবে যারা সাদা বলে খেলেছে তারা কিন্তু অনেক দিন ধরে খেলছে আর তারা জানে কিভাবে কী করতে হবে। আর মাঝে মধ্যে মানসিকভাবেও বিষয়গুলো মানিয়ে নিতে হয়। আর তারা হয়তো এটা জানে কিভাবে মানিয়ে নিতে হবে।’
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দুই রাউন্ডে খেলেছেন মুমিনুলসহ বেশ কয়েকজন টেস্ট দলে থাকা ক্রিকেটার। কিন্তু করোনার আঘাতে লীগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে শ্রীলঙ্কা সফরের জন্য মনোনিত ২১ সদস্যের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের বেশির ভাগই নিউজিল্যান্ড থেকে সাদা বলে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে দেশে ফিরেছেন। তাই তাদের লাল বলে প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি। মুমিনুল মনে করেন এখানে দলের প্রস্তুতির বড় ঘাটতি। অবশ্য এমনটা হওয়ার কারণও জানালেন অধিনায়ক। তিনি বলেন, ‘করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্ত যেভাবে দরকার ওইভাবে আমার মনে হয় আমরা নিতে পারছি না। বিশেষ করে যারা ওয়ানডে খেলে ওদের জন্য একটু কঠিন। কিন্তু যারা শুধু টেস্ট খেলে ওরা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। ওদের জন্য ভালো প্রস্ততি হয়েছে।’
টেস্টে বাংলাদেশ ও অধিনায়ক মুমিনুলের সর্বশেষ জয় ২০১৯ এ জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর অবশ্য করোনার কারণে প্রায় এক বছর টেস্ট খেলা হয়নি টাইগারদের। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই দারুণ কিছুর আশা ছিল। কিন্তু দেশের মাটিতে টানা দুই ম্যাচ হেরে নিজেদের সামর্থ্য নিয়ে প্রশ্নের মুখোমুখি টাইগাররা। তাই শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়া নিয়েও আছে সন্দেহ। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘দেখেন ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।’ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। তাই সেরা দল এবারও পাওয়া হচ্ছে না মুমিনুলের। এ বিষয়ে অধিনায়কের চিন্তাও কম নয়, তাই বলে চাপে আছেন এমনও নয়। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মোস্তফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের (সাকিব-মোস্তাফিজ) তো ১০-১২টা হাত না। আমরা হয়তো দলগতভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না।’ দেশের ক্রিকেট এখন জয়শূন্য। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই টাইগারদের যাচ্ছেতাই অবস্থা। তাই জয়ের বিকল্প নেই। তবে চাপ নিতে প্রস্তুত মুমিনুল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন, আপনার এতটুক চাপ তো থাকবেই। এতটুকু চাপ নেয়ার ক্ষমতা আছে আমার।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status