বিনোদন

গোপনে শুটিং

স্টাফ রিপোর্টার

১২ এপ্রিল ২০২১, সোমবার, ৮:২১ অপরাহ্ন

গোপনে সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। হৃদি হকের সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেই সব দিন’-এ কাজ করেছেন তিনি। প্রায় চার মাস আগে নতুন ছবির শুটিং শুরু করেন অভিনেত্রী। কিন্তু পরিচালকের নিষেধাজ্ঞার কারণে এতদিন তা কাউকে জানাতে পারিনি। তবে এরমধ্যে নির্মাতা এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন বলে জানান তিনি। কিন্তু এখনো শুটিং বাকি আছে ছবিটির। এরআগে অভিনেত্রী সরকারি অনুদানের আরো একটি ছবির শুটিং শেষ করেন। ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানের জন্য বিবেচিত হয় ‘হাডসনের বন্দুক’ ছবিটি। সিনেমাটি নানা অনিশ্চয়তার মুখে পড়ে এখনো মুক্তি পায়নি। সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী। সম্প্রতি সব কাজ শেষ হয়ে ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। লকডাউন শেষ হলেই এটি সেন্সর সনদ পাবে বলে আশা করছেন অভিনেত্রী। এটি মৌসুমীর ক্যারিয়ারের দ্বিতীয় ছবি বলেও জানান তিনি। তার ভাষ্য, ফেলুদা ফেলুদা একটা ব্যাপার আছে ছবিতে। সিপাহি বিপ্লবের সময় ঐতিহাসিক একটি বন্দুক হারিয়ে যায়। একজন শৌখিন গোয়েন্দা সেই বন্দুক উদ্ধার করতে চায়। রহস্যজনক ঘটনা নিয়েই এর গল্প।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status