বিশ্বজমিন

গুগলম্যাপ দেখে ভুল বিয়েবাড়িতে বরযাত্রী

মানবজমিন ডেস্ক

১১ এপ্রিল ২০২১, রবিবার, ৮:০৩ অপরাহ্ন

গুগলম্যাপ দেখে বিয়েবাড়ি খুঁজতে গিয়ে অন্য আরেক বিয়েবাড়িতে উপস্থিত হলো বরযাত্রী। এমনকি তারপরেও বুঝতে পারেনি যে ভুল বাড়িতে পৌঁছেছেন তারা। দুই পক্ষের মধ্যে উপহার দেয়া নেয়া হয়ে যাওয়ার পর প্রথম কনেপক্ষের সন্দেহ হতে শুরু করে। এরপরই পরিস্কার হয়ে যায় গুগলম্যাপ দেখে বিয়েবাড়ি খুঁজতে গিয়েই হয়েছে এই বিপত্তির। ইন্দোনেশিয়ায় ঘটা এই ঘটনা নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। বিষয়টিতে মজা খুঁজে পেয়েছেন দেশটির নেটিজেনরা। জানা যায়, বরপক্ষ বিয়েবাড়ি খুঁজতে সাহায্য নিয়েছিল গুগল ম্যাপের। কিন্তু ইন্দোনেশিয়ার পাকিস জেলার ওই গ্রামে একই সঙ্গে দু’টি বাড়িতে বিয়ে আয়োজিত হয়েছিল। দু’টিই কনেপক্ষের বাড়ি। যে বরপক্ষের বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল, তারা গুগল ম্যাপের সাহায্যে গন্তব্য খুঁজতে থাকেন। ম্যাপ নির্দিষ্ট করে দেখায় যে বাড়িটিকে, সেখানেই ঢুকে পড়েন তারা। ঢোকার সঙ্গে সঙ্গে খাবারের প্লেট আসে, আসে ফুল। উপহার লেনদেন হয়। কিন্তু ভুল ভাঙান কনের চাচা। দেখা যায়, এই বরযাত্রীর দলের আসলে অন্য মেয়ের বাড়িতে যাওয়ার কথা। শেষে ওই বাড়ির লোকই গ্রামের অপর প্রান্তে ঠিক বাড়িতে পৌঁছে দেন বরযাত্রীর দলকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status