কলকাতা কথকতা

কলকাতা কথকতা

তৃণমূলের কর্মী নয়, মারা গেছে দুষ্টু ছেলেরা, দিলীপ ঘোষের কথায় তীব্র প্রতিক্রিয়া, বরখাস্তের দাবি

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১১ এপ্রিল ২০২১, রবিবার, ৭:১৪ অপরাহ্ন

বরাহনগরের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শীতলকুচিতে যারা মারা গেছে তাদের নিজেদের দলের কর্মী বলে দাবি করেছে তৃণমূল। আসলে ওরা কর্মী নয়, দুষ্টু ছেলে। তাই গুলিতে মারা গেছে। এই সভা থেকেই হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, এরকম চললে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দোপাধ্যায় দিলীপ বাবুর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে আবেদন জানান, দিলীপ ঘোষকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করার।
তিনি বলেন, গোটা রাজনৈতিক সমাজের যেখানে এই ঘটনা সম্পর্কে প্রতিবাদ করা উচিত, সহমর্মিতা দেখানো উচিত সেখানে দিলীপ বাবু জায়গায় জায়গায় শীতলকুচি করার হুমকি দিচ্ছেন। এই ব্যক্তির রাজনীতি করার কোনও অধিকার নেই। অভিষেক বলেন, দিলীপ বাবুর কথাতে এটা পরিষ্কার যে, কেন্দ্রীয় বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল সমর্থকদের ওপর গুলি চালিয়েছিল।
উল্লেখযোগ্য , শীতলকুচিতে নিহত চার যুবকের শেষকৃত্য আজ সম্পন্ন হয়। পরিবারের লোকেরা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। বাহাত্তর ঘন্টা রাজনীতিবিদদের কোচবিহারে নির্বাচন কমিশন প্রবেশ নিষেধ করার জন্য মমতা রবিবার কোচবিহার যেতে পারেননি। নিষেধাজ্ঞা উঠলেই যাবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status