বাংলারজমিন

জাফলংয়ে পাথর কোয়ারির গর্তে প্রাণ গেল শ্রমিকের

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১১ এপ্রিল ২০২১, রবিবার, ১০:০৭ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারির গর্তে পাথর উত্তোলনকালে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পাথর শ্রমিকের নাম পলাশ মিয়া। সে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দায়িত্বপাড়ার মঙ্গল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ মিয়া ও তার ভাই ভুট্টো মিয়াসহ বেশকজন  পাথর শ্রমিক জাফলং পাথর কোয়ারীর জুমপাড় এলাকা  সংলগ্ন নদীর তীরবর্তী তাহের গংদের গর্ত থেকে পাথর উত্তোলন করতে যায়। কাজ করার একপর্যায়ে বিকেল ৫টার ঐ গর্তে পলাশ মিয়া  ডুব দিয়ে পাথর তুলতে পানিতে নামে।  একপর্যায়ে অসাবধানতাবশত ইঞ্জিন চালিত শেইপ নৌকার পাখা অথবা শাবলের আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর  পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায়সহ পুলিশ সদস্যরা ছুটে গিয়ে লাশ উদ্ধার, সুরতহাল রিপোর্ট করতঃ লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে কোয়ারীর গর্তে পাথর শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। পরিদর্শন শেষে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই বিষয়টি তদন্ত হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status