বিনোদন

আলাপন

ওটিটিতে সিনেমা দেখার অভ্যাস এখনও তৈরি হয়নি -নিরব

মাজহারুল তামিম

১০ এপ্রিল ২০২১, শনিবার, ১০:০৫ পূর্বাহ্ন

চিত্রনায়ক নিরব। করোনার এই কঠিন সময়েও তিনি থেমে নেই। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। সর্বশেষ 'অমানুষ' সিনেমার শুটিং করেন তিনি। এরপর করোনা পরিস্থিতির কারণে  ঘরবন্দি হয়ে পড়েন। এখন কী করছেন? নিরব বলেন, 'অমানুষ' এর শুটিং শুরুর পরই লকডাউন দিয়ে দিল। এই সিনেমার কাজ একটু ভিন্নভাবে করবো। লুকে পরিবর্তন আনছি। তারই প্রস্তুতি নিতে হচ্ছে। এই মুহূর্তে আর বিস্তারিত বলতে চাচ্ছি না। 'কসাই', 'ক্যাশ', 'ফিরে দেখা', 'চোখ' সহ আরও কিছু সিনেমার কাজ করছেন। এগুলোর গল্প কেমন? নিরব বলেন, যে কাজগুলো করছি সেগুলো সময়োপযোগী এবং গল্পনির্ভর। সিনেমাগুলো দর্শকদের পছন্দ হওয়ার মতো। সামনে ঈদ। নতুন সিনেমা মুক্তি নিয়ে এবারও শঙ্কা তৈরি হয়েছে। আপনি কি ভাবছেন? নিরব বলেন, পরিস্থিতি এবং সময় যেভাবে নিয়ে যাবে সেভাবেই চলতে হবে। ছবি মুক্তি দিলেই মানুষ দেখবে তা নয়। দেখার মতো পরিবেশ থাকতে হবে। হল বন্ধের নিষেধাজ্ঞা না আসলেও গণপরিবহন বন্ধ থাকলে মানুষ ছবি দেখবে কীভাবে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ওটিটিতে সিনেমা মুক্তি দেয়া যেতে পারে কিনা? নিরব বলেন, সেটা হতে পারে। ওটিটি ভালো প্লাটফর্ম। নিজের পছন্দমতো অবসর সময়ে দেখা যায়। কিন্তু একটি ছবির যে বিনিয়োগ সেই অনুযায়ী ওটিটি থেকে মুনাফা বা বিনিয়োগের টাকা আসে না। কারণ আমাদের মধ্যে ওটিটিতে সিনেমা দেখার অভ্যাসটা এখনও তৈরি হয়নি। এর জন্য সময় লাগবে। নতুন আর সিনেমার খবর আছে? নিরব বলেন, ঈদের পরে আরও একটা সিনেমার শুটিং করবো। সিডিউল নেয়া আছে। সিনেমার বাইরে আর কোনো কাজ করছেন? নিরব বলেন, অন্যান্য কাজ করার সময় পাচ্ছি না। টুকটাক ফটোশুট করি। র‌্যাম্প মডেলিং থেকে টিভি নাটকে অভিনয়ে নিজেকে ঝালিয়ে নিয়ে ২০০৯ সালে শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে নিরবের। দুই ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status