বাংলারজমিন

যে এম্বুলেন্সে রোগী বহন হয় না

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

১০ এপ্রিল ২০২১, শনিবার, ৮:৩৩ অপরাহ্ন

চরাঞ্চলের জরুরি ও গর্ভবতী মায়েদের পরিবহনের জন্য দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া নৌ-এম্বুলেন্সটি অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। চরাঞ্চলের মানুষ জানেন না তাদের জরুরি সেবার জন্য এ নৌ-এম্বুলেন্স রয়েছে। তাই দীর্ঘ এক বছরেও কোনো জরুরি রোগীকে পরিবহন করতে পারেনি এম্বুলেন্সটি। তবে ভ্রমণের জন্য মাঝে মধ্যে বের হতেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য এস.এম শাহজাদার আবেদনের প্রেক্ষিতে দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা ও গর্ভবতী মায়েদের পরিবহনের জন্য ২০২০ সালের ১৪ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক নৌ-এম্বুলেন্স প্রদান করা হয়। এম্বুলেন্স প্রদানের এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো চরাঞ্চলের রোগীকে পরিবহন করতে পারেনি এম্বুলেন্সটি। চর বোরহান ইউনিয়নের চেয়ারম্যান নজির আহমেদ সরদার জানান, চরাঞ্চলের জরুরি রোগী পরিবহনের জন্য প্রধানমন্ত্রী নৌ-এম্বুলেন্স প্রদান করেছেন সেটা আমাদের জানা নেই। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি চেয়ারম্যান হয়ে জানি না তবে ইউনিয়নের জনগণ জানবে কেমনে? দশমিনা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরহাদীর ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, আমাদের জানা নেই জরুরি সেবার জন্য দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ-এম্বুলেন্স রয়েছে। এ ব্যাপারে দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, এম্বুলেন্সটি পাওয়ার পর চরাঞ্চলের মানুষকে জানিয়ে দেয়া হয়েছিল। তেল খরচ বেশি বলে মানুষ নৌ- এম্বুলেন্সের সাহায্য নিচ্ছেন না। স্বাস্থ্যসেবার কাজে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে যেতে ২/১ বার নৌ-এম্বুলেন্সটি ব্যবহার করা হয়েছিল। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা জানান, ঘটনাটি এই মাত্র শুনলাম। এত জনগুরুত্বপূর্ণ একটি নৌ- এম্বুলেন্স কেন এক বছরেরও বেশি সময় ধরে অব্যাবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেটা খোঁজখবর নিয়ে দেখা হবে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status