খেলা

কৃষক ধোনি, স্ট্রবেরি বিক্রি করে আয় ৩০ লক্ষ টাকা

স্পোর্টস ডেস্ক

৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ৪:৫৫ অপরাহ্ন

ভারত ক্রিকেট জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটীয় জীবনের বাইরে ক্যাপ্টেন কুল এখন একজন পুরোদস্তুর কৃষক। ক্রিকেটের পর এবার কৃষিকাজেও সাফল্যের মুুখ দেখছেন তিনি। এবছরে ধোনির ফার্মহাউসে ১০ টন স্ট্রবেরি উৎপাদন হয়েছে। ধারণা করা হচ্ছে স্ট্রবেরি চাষ থেকে আয় হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।
ভারতের রাঁচিতে ৪৩ একরের বিশাল জায়গায় ধোনির ফার্মহাউস। সেখানে শুধু স্ট্রবেরি নয়, চাষ করা হয়েছে তরমুজ, ফ্রুটিও। প্রতিদিন ৩০০ কিলো তরমুজ ও ২০০ কিলো ফ্রুটি মাঠ থেকে তোলা হচ্ছে। ধোনি এক একর জমিতে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচও লাগিয়েছেন।  

জানা গিয়েছে, রাসায়নিক সার ব্যবহার না করে পুরোপুরি জৈব পদ্ধতিতে এই চাষ করা হয়। ফলে শাকসবজি ও ফলের স্বাদ ভালো হয়।

যেহেতু ধোনির ফার্মের ফসল তাই বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। বলা হচ্ছে, বাজারে ধোনির ফার্মের সবজির চাহিদা ব্যাপক।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। গুঞ্জন চলছিলো, সেটাই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়কের শেষ ম্যাচ। অবশেষে গত বছরের ১৫ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ধোনি। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরেছেন ধোনি। আগামীকাল রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে ধোনির চেন্নাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status