বাংলারজমিন

অবৈধভাবে নেয়া উপবৃত্তির টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২০২১-০৪-০৯

অভিযোগের প্রেক্ষিতে অবশেষে উপবৃত্তির জন্য নেয়া অবৈধ টাকা ফেরত দিয়েছেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া খাদিজা সাঈদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম। চলতি শিক্ষাবর্ষে স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জনপ্রতি ১২০ টাকা করে আদায় করেছিলেন তিনি। এমন অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক উপবৃত্তি করে দেয়ার খরচ বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে ১২০ টাকা করে জমা নেন। অভিভাবকগণ খোঁজ নিয়ে জানতে পারেন উপবৃত্তির নীতিমালায় কোনো অর্থ নেয়ার বিধান নেই। পরে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে গৃহীত অবৈধ টাকা ফেরত দিতে শুরু করেছেন। তবে অনেক অভিভাবক এখন পর্যন্ত তাদের দেয়া টাকা পাননি বলেও অভিযোগ করেন।
এ ব্যাপারে খাদিজা সাঈদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইনে কাজ করার জন্য খরচ বাবদ ১২০ টাকা করে নেয়ার কথা স্বীকার করেন। কিন্তু পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফিরিয়ে দিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম শামছুল হক জানান, স্কুলে শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তির জন্য অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ফজলুল করিমকে শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে উপজেলার অন্যান্য স্কুলেও যাতে উপবৃত্তির জন্য কোনো অর্থ না নেয়া হয় সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status