বাংলারজমিন
ছাত্রলীগ নেতাকে হেনস্তা
ধর্মপাশার ওসি প্রত্যাহার, আওয়ামী লীগ নেতা বহিষ্কার
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৪-০৯
হেফাজতে ইসলামের সহিংসতার ছবি ফেসবুকে পোস্ট করার অপরাধে হাতকড়া পরিয়ে ঢাবি ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে ধর্মপাশা থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও এ ঘটনার মূলহোতা হেফাজত অনুসারী আল-মোজাহিদের বাবা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাকে বহিষ্কার করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস। বহিষ্কার করার পর তাকে পুলিশ আটক করেছে।