খেলা

চেলসি গোলরক্ষক মেন্ডির অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক

৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৪:১০ অপরাহ্ন

গত জানুয়ারিতে টমাস টুখেল চেলসির দায়িত্ব নেন। জার্মান কোচের অধীনে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছে ব্লু’রা। দলের সাফল্যে অবদান রাখা অন্যতম নাম এডওয়ার্ড মেন্ডি। বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে পোর্তোর পেপে ও মুসা মারেগার দুই জোরালো প্রচেষ্টা রুখে দিয়ে দলের ২-০ গোলের জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখেন সেনেগালের এই গোলরক্ষক।

চ্যাম্পিয়নস লীগের চলতি আসরে গর্বের কীর্তি গড়েছেন মেন্ডি। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে আর কোনো গোলরক্ষক সব প্রতিযোগিতা মিলিয়ে তার চেয়ে বেশি সময় ক্লিন শট রাখতে পারেননি। ৭০০ মিনিট চেলসির জাল অক্ষত রেখেছেন মেন্ডি।

বুধবার দিবাগত রাতে নিরপেক্ষ ভেন্যুতে চেলসি ২-০ গোলে হারায় পোর্তোকে। অ্যাওয়ে ম্যাচে ২ গোলে এগিয়ে থাকায় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকলো চেলসি। করোনা ভাইরাসের কারণে চেলসি ও পোর্তোর ম্যাচটি হচ্ছে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে। সেখানে ম্যাচের ৩০তম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ৮৫তম মিনিটে বেন চিলওয়েল গোল করে জয় নিশ্চিত করেন।
আগামী ১৪ই এপ্রিল ফিরতি লেগে একই ভেন্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status