অনলাইন

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-০৪-০৮

সিলেটে করোনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯৭ জনে। স্বাস্থ্য বিভাগ, সিলেটের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭৫ জন, মৌলভীবাজারের ২১ জন, হবিগঞ্জে ২০ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৭ জন।

সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৮ হাজার ১৯১ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় ১১ হাজার ৩৫৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ১০৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১১০ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৬৪ জন। এ পর্যন্ত মারা যাওয়া ২৯৭ জনের মধ্যে সিলেট জেলার ২২৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৪ জন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status