কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
অনলাইন (১ সপ্তাহ আগে) এপ্রিল ৮, ২০২১, বৃহস্পতিবার, ১২:৩৩ অপরাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউ আঘাত লেগেছে কাউখালী হাসপাতালে। হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও ডাক্তার আরিফা ছিদ্দিকাসহ মোট ১১ জন হাসপাতাল স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে প্রতিদিন শত শত রোগী বিভিন্ন রোগে চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালের এই অবস্থা দেখে অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্ক হওয়ার ভয়ে অনেকেই হাসপাতালে এখন চিকিৎসা নিতে যাচ্ছেন না। হাসপাতালে তেমন কোন স্বাস্থ্য সুরক্ষা না থাকায় রোগীরা অনেকটাই অরক্ষিত হয়ে পরেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, সবাইকে সাবধানতা অবলম্বন করে চিকিৎসা নিতে হাসপাতালে আসতে হবে।