স্টাফ রিপোর্টার
অনলাইন (১ সপ্তাহ আগে) এপ্রিল ৮, ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন | সর্বশেষ আপডেট: ৮:২৩ অপরাহ্ন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক জেলা ও দায়রা জজ মমতাজ আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি মারা যান।
মরহুমের জানাজার নামাজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা কামাল বাচ্চু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
মমতাজ আলী ভূঁইয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ালিদ ইসলামের পিতা। এদিকে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আতিকুল হক সেলিম - এর সহধর্মিণী সায়মা মালেকীন সোমা বুধবার রাত ১০.২০ মিনিটের দিকে বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৩৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, মরহুমার ৩১শে মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
মরহুমার বাড়ি রংপুর শহরে। তার লাশ রংপুর নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।