বাংলারজমিন

লকডাউনে আমতলীতে বসেছে সাপ্তাহিক হাট

আমতলী (বরগুনা) প্রতিনিধি

৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:২৫ অপরাহ্ন

লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে আমতলীতে  গতকাল সাপ্তাহিক হাট বসেছে। রাস্তায় পর্যন্ত বসেছে দোকানপাট। সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। মাস্কের ব্যবহারেরও বালাই নাই। সবচেয়ে বেশি ভিড় কাঁচাবাজারে ও ফুটপাথে। তবে  সরকারের করোনা প্রতিরোধের নির্দেশনা পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগ তেমন দেখা যায়নি। শহরের সকল দোকানপাট, ব্যবসা-বাণিজ্য ও বিপণিবিতান খোলা রয়েছে। ফলে করোনার সংক্রমণ বৃদ্ধির শঙ্কা রয়েছে।
আমতলী ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেঙে  প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোনায়েম সাদ লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ চলাচল করার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে আলোচনা করে  জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা    অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status