বাংলারজমিন
তেঁতুলিয়ায় ছোট ভাইয়ের হাতে খুন
পঞ্চগড় প্রতিনিধি
২০২১-০৪-০৮
ছোট ভাই ফিরোজ হোসেনের (৩২) ছুরিকাঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, ঘাতক ফিরোজ কয়েকদিন আগে বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে বাড়িতে নিয়ে যায়। নিহত রবিউল পঞ্চগড় পৌরসভাধীন ইসলামবাগের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি লালগছ এলাকায় যায়। পরে রাতে রবিউল তার ছোট ভাই ফিরোজকে কোনো এক কারণে শাসন করলে ফিরোজ জমি সংক্রান্ত বিরোধ টেনে ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। রবিউলের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে আছে। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ছোট ভাই ফিরোজের ছুরির আঘাতে বড় ভাই রবিউলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, ফিরোজ তার ভাইকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।