বাংলারজমিন

জাবি’র সংরক্ষিত বনে আগুন হুমকিতে প্রাণীদের আবাসস্থল

জাবি প্রতিনিধি

৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:১৫ অপরাহ্ন

লকডাউনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত বনভূমিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। গতকাল দুপুরে এ আগুন ছড়িয়ে পড়লে সাভার ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা বেলা ১টায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসকে ফোন দেন। পরে সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।’ তিনি বলেন, আগুনের উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটা কোনো দুষ্কৃতকারীদের কাজ অথবা শর্টসার্কিটেও হতে পারে।’ আগুনের ঘটনা প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আগুনে সংরক্ষিত বনের বিপন্ন প্রজাতির কীট-প্রত্যঙ্গ ও পশুপাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের উচিত আগুনের উৎসমূল খুঁজে বের করা। নইলে এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status