বাংলারজমিন

খুলনায় সব চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২০২১-০৪-০৮

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. সুমিত পালের ওপর হামলা ও হত্যাচেষ্টাকারী গ্রেপ্তার না হলে জেলার সব চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা। গতকাল দুপুরে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার দাবিতে খুলনা বিএমএ ভবনে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন চিকিৎসক নেতারা। এর আগে মঙ্গলবার দুপুর ২টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। সভা থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামি গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে খুলনা জেলার সব চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধ ঘোষণা করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কালো ব্যাজ ধারণ করা হবে। বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ। শনিবার রাতে রোগীর মৃত্যুতে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমিত পালকে রোগীর স্বজনরা প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ করেন চিকিৎসকরা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status