বাংলারজমিন
বরিশালে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২০২১-০৪-০৮
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মাদ্রাসা সুপার আব্দুল জলিল ও মোটরসাইকেল চালক শিক্ষক পুত্র আলাউদ্দিন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর শিক্ষক হেলালউদ্দিন। নিহত আলাউদ্দিন আহত শিক্ষক হেলালউদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার কাজ শেষে বেলা সাড়ে ১২টার দিকে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল, সহকারী শিক্ষক মাওলানা হেলালউদ্দিন এবং তার ছেলে আলাউদ্দিনের মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন হেলালউদ্দিনের ছেলে আলাউদ্দিন। চন্দ্রমোহনের ভেদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় বরিশাল-বাউফল আন্তঃসড়কে পৌঁছালে ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল এবং মাওলানা হেলালউদ্দিনের ছেলে আলাউদ্দিনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার কাজ শেষে বেলা সাড়ে ১২টার দিকে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল, সহকারী শিক্ষক মাওলানা হেলালউদ্দিন এবং তার ছেলে আলাউদ্দিনের মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন হেলালউদ্দিনের ছেলে আলাউদ্দিন। চন্দ্রমোহনের ভেদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় বরিশাল-বাউফল আন্তঃসড়কে পৌঁছালে ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল এবং মাওলানা হেলালউদ্দিনের ছেলে আলাউদ্দিনের মৃত্যু হয়।