বাংলারজমিন

সিরাজদিখানে ১৪৪ ধারা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:০২ অপরাহ্ন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ডাকা প্রতিবাদ-সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের ক্ষতি ও করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় উপজেলার কেয়াইন ইউনিয়নের ৪টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, নিমতলা আওলাদ মার্কেট ও আশপাশের ২০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সৈয়দ ফয়েজুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সৈয়দ ফয়েজুল ইসলাম জানান,  হেফাজতের প্রতিবাদ সভা, করোনা প্রাদুর্ভাব, সরকারি বিধি-নিষেধ, আইনশৃঙ্খলা অবনতি, হেফাজতের সভা সবকিছুকে ভিত্তি করেই নিষেধোজ্ঞা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status