খেলা

ফুটবলে নিষিদ্ধ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২০২১-০৪-০৭

পাকিস্তানকে ফুটবলের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়েছেÑ এমন অভিযোগে বুধবার (৭ই এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা এ কথা জানিয়েছে। পাকিস্তানের এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবেই কার্যকর হচ্ছে। ফিফা নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ চাদের ফুটবল ফেডারেশনকেও। ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের শাস্তি পেল ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭৮ নম্বর দলটি।
পাকিস্তান ফুটবল এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। লাহোরে পাকিস্তান ফুটবল ফেডারেশনের কার্যালয় দখলের মতো ঘটনাও ঘটেছে। সরকারি হস্তক্ষেপে ভেঙে দেয়া হয়েছে ফেডারেশনের ফিফা অনুমোদিত কার্যনির্বাহী কমিটি। পাকিস্তান ফুটবল ফেডারেশনকে আগেভাগেই সতর্ক করেছিল ফিফা। বিশ্ব ফুটবল সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা তখনই তোলা হবে যখন তাদের অনুমোদিত কোনো কমিটি পাকিস্তান ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেবে। পাকিস্তান ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। এর আগে ২০১৭ সালে আদালতের নির্দেশে গঠিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নিলে ফিফা তাদের নিষিদ্ধ করে। পরে ফিফার হস্তক্ষেপে একটি নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ২০০।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status