মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন (১ সপ্তাহ আগে) এপ্রিল ৭, ২০২১, বুধবার, ৫:৩৬ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ২:১৫ অপরাহ্ন
ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ১০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বিশ্বের আয়োজন করা হয়েছে দেশটিতে। এতে অংশ নিয়েছেন, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ, অর্থমন্ত্রী আমির পেরেতজ এবং দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা। এতে দেশটির যেখানে যেখানে আয়রন ডোম মোতায়েন রয়েছে তার অবস্থান নিয়ে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী। নতুন করে আরো আয়রন ডোম মোতায়েনের কথা জানান তিনি। পরিচয় করিয়ে দেন সেসব সেনাদের সঙ্গে যারা এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন। গান্তজ বলেন, আমরা নিজেদেরকে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত করছি। আইডিএফ নিজেদেরকে দক্ষিণ থেকে উত্তর সীমান্ত পর্যন্ত রক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ইরান মধ্যপ্রাচ্যে যে হুমকি সৃষ্টি করেছে তা মোকাবেলার প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের।
তিনি আরো বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী রাষ্ট্র। এটি আজীবন এগিয়ে থাকবে। কারণ, ইসরাইলের আর কোনো উপায় নেই এবং মানুষ ইসরাইলকে ভালোবাসে। আমাদের আক্রমণাত্মক ব্যবস্থা প্রস্তুত রয়েছে যা ২৪ ঘন্টা সক্রিয় থাকে। আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ফ্রন্টে লড়াইয়ে প্রস্তুত।